বিজয় দিবসে “প্রতিবন্ধীকে” ফুলেল শুভেচ্ছা জানালেন জয়দেবপুর থানার ওসি

গাজীপুর সদর প্রতিনিধিঃ
গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপনে বাদল শীল (২৫) নামে এক প্রতিবন্ধীকে ফুলেল শুভেচ্ছা জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিম।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন রুদ্রপুরে ওই প্রতিবন্ধী ছেলের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় ওসি ছেলেটির পছন্দের বিভিন্ন ধরনের খাবার মুখে তুলে খাইয়ে দেন।

মাতা স্বপ্না শীল বলেন, আমার তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে দুটো সন্তানই প্রতিবন্ধী। বাদল শীল আমার বড় ছেলে। ওর বয়স এখন ২৫ বছর হয়েছে। ছোট ছেলেটাও প্রতিবন্ধী। পাঁচ জনের সংসার কোন রকমে খেয়ে না দিন পার করতে হয় আমাদের। সরকারি কোন সুযোগ সুবিধা আমাদের ভাগ্য জুটেনি।

প্রতিবন্ধী বাদল শীল (২৫) এর মুখে নিজ হাতে খাবার তুলে দেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিম। ছবিঃ গাজীপুর টাইমস

ওসির আগমনের বিষয়ে স্বপ্না বলেন, একজন থানার বড় কর্তা আমার প্রতিবন্ধী ছেলেটাকে দেখতে এলো। সাথে অনেক ফলমূল ও খাবার নিয়ে আসছে। অনেক দিন পরে ভালো খাবার দেখে আমার ছেলেটা অনেক আনন্দ পেয়েছে, আমিও মা হিসেবে খুশি হয়েছি।

ওসি আব্দুল হালিম বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির আনন্দের দিন। সারাদেশে আজ বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তাই বিজয় দিবসের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে আমি এই প্রতিবন্ধী ছেলেটাকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসলাম। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ছেলেটার চিকিৎসার খোঁজ নিলাম। আমার এই আগমনই শেষ নয়। আমি নিয়মিত ছেলেটার খোঁজ খবর নিব এবং তার পরিবার চাইলে ছেলেটার চিকিৎসা সহ আনুষাঙ্গিক দায় দায়িত্ব বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে নেয়া হবে।

Share your love