শেখ হাসিনার ডাকে সাড়া দেয়নি গাজীপুর আওয়ামীলীগ
গাজীপুর টাইমস: গাজীপুর আওয়ামীলীগের প্রায় সকল নেতাকর্মীই এই জেলাকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে দাবি করে থাকেন। আওয়ামীলীগের ঘাটি হিসেবেও আখ্যা দেন এই গাজীপুর জেলাকে।
কিন্তু বিগত ১০ নভেম্বর গাজীপুর আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ডাকে সাড়া দেয়নি। সেদিন শহীদ নূর হোসেন স্মরণে গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামীলীগ।
কেন্দ্রীয় আওয়ামীলীগের ডাক উপেক্ষা করেই এদিন নিষ্ক্রিয় ছিলো গাজীপুর আওয়ামীলীগ। অন্যসময় ঢাকায় আওয়ামীলীগের যেকোনো কর্মসূচিতে গাজীপুর আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেলেও এবার তার ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো জেলা জুড়ে কোথাও আওয়ামীলীগের নেতাকর্মীদের কোনরকম কর্মসূচি পালন করতে দেখা যায়নি। সেই সঙ্গে গাজীপুরে তাদের কোন অস্তিত্বও লক্ষ্য করা যায়নি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের নামার কথা ছিলো। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। এদিকে রাজধানীর পাশের জেলা হিসেবে গাজীপুর আওয়ামীলীগের প্রত্যক্ষ ভূমিকা থাকে। এবারই প্রথম আওয়ামীলীগের ভঙ্গুর দশা লক্ষ্য করা যায়।
জানা যায় আওয়ামীলীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশ ত্যাগের পর থেকেই সারাদেশের মতো গাজীপুর আওয়ামীলীগের রাজনীতির মোর ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামীলীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন, নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন৷ কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা ছিলো কিছু সময়ের জন্য।
গণঅভ্যুত্থান এর মুখে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। অথচ কয়েকদিন আগেও মহানগর ও জেলার নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যেকোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্ন ভাবে জানান দেওয়ার জন্য ব্যস্ত থাকতেন৷ সেই সাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন ভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালীন সময়ে তাদের দেখা মিলছে না। তাদের অনুসারী কারো কারো দেখা মিললেও নিশ্চুপ ভূমিকা পালন করছেন৷